Thursday, 14 September 2017

বন্ধুত্ব / Friendship



            “বন্ধুত্ব”  শব্দটা পৃথিবীর একটি অন্যতম সুন্দর শব্দ।  এই শব্দটার সঙ্গে জরিয়ে থাকে দুটো মানুষের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতা।  একজন প্রকৃত বন্ধু জীবনে চলার পথকে  সুগম করে।  প্রকৃত বন্ধু সেই যে আমার  মুখদেখে বুঝে যায় মনের মধ্যে আলোড়িত হতে থাকা দুরন্ত খুশির ঢেউ, আবেগ তাড়িত অনুভুতি অথবা মনের মধ্যে তোলপাড় করতে থাকা অব্যক্ত তীব্র মানসিক সংঘাত ও যন্তনা।  প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় হাতটা শক্ত করে ধরে রাখে যাতে আমি তলিয়ে না যাই।

              এমন বন্ধু কেউ পেয়েছো কখনো ? জীবনের প্রকৃত বন্ধু পাওয়া আর সাগরে  ডুব দিয়ে অমূল্য রত্ন পাওয়া সমার্থক। চিনতে ভুল কোরো না , দৈনন্দিন জীবনের সঙ্গে জরিয়ে থাকা বন্ধুত্বের মুখোশ পরা চেনা মুখগুলো প্রকৃত বন্ধু হয় না সবসময়, তারা সুযোগসন্ধানীর মত বন্ধুত্বের ভান করে শুধু , প্রয়োজন ফুরিয়ে গেলে দেখা মেলে না তাদের। 

             তাই জীবনে মুখোশ পরা বন্ধু নয় প্রকৃত বন্ধুত্বের খোঁজ করো।

             আমিও তোমাদের বন্ধু হতে চাই তোমরা আমাকে বন্ধু বানাবে? আমি তোমার বন্ধু হয়ে থাকবো।



THANK YOU!!

নমস্কার!!
 



          Friend is one of the most beautiful words in the world. This word is paired with the mutual love, faith and reliance of two people. A real friend facilitates the journey of life. The real friend who understands on my face is the intense emotional strife to be stirred in the mind, the emotionally charged feeling of emotion or the intense emotional struggles in the mind. The real friend holds that hand tight in the time of danger so that I do not wither.
         Have you ever found any friends? Finding the true friends of life and getting rich jewels with the ocean's dive is synonymous. Do not be mistaken, do not recognize the faces of friends who are wearing a mask of friendship with daily life, they are not always true friends, they just pretend to be friends like opportunists, but they do not meet their needs.

         So do not look for friends who are masked in life, find true friendship.

         I want to be your friend, you make me a friend? I will be your friend.



THANK YOU!!

নমস্কার!!
 

 

No comments:

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...