Tuesday, 12 September 2017

ছড়া / Rhymes


ছড়া 
 

ছোটো পাখির ছোটো আশা
থাকবে আমার ছোটো বাসা
উড়বো আমি ওই আকাশে
গান শোনাবো তোমায় আসে............


মেঘের পাশে ছোটো কণা !!
তুমি আমার ছোটো সোনা !!


চাঁদের ভেতর একটা বুড়ি !!
তোকে করবো গুড়ি গুড়ি !!


                                     পড়লে ব্লগ হাসব আমি                                                             লিখবো আমি মনের কথা,
থাকবো আমি তোমার পাশে,
তুমি কি থাকবে আমার পাশে?
উড়বে পাখি আকাশে,
তুমি কি উড়বে আমার পাশে?
জাহাজ যাবে ওই দূর দেশে,
তুমি কি যাবে আমার সাথে ওই তাঁরার দেশে ?
চলো যাই আমি ঘুমের দেশে ,
তুমি যাও ওই স্বপ্নের দেশে।

THANK YOU FOR READ MY BLOG........



ENALISH 

Rhymes

Little hope for small birds
Will be my little house
I fly in the sky
I will listen to music ...

Small particles next to the clouds !!
You are my little son !!


An old woman in the moon !!
I'll make you twist !!


 
I read the blog,
I will write my mind,
I'll stay with you,
Will you stay with me
Birds flying in the sky,
Will you fly next to me
The ships will be in the remote country,
Will you go with me in that country?
Let's go to sleeping country,
You go to the dream country.


THANK YOU FOR READ MY BLOG........

No comments:

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...