আমি বড্ডো একা
আমার আসে পাশে কেউ নেই
শুধু আছে কিছু পুরানো কথা
হ্যাঁ আমি বড্ডো একা
নীল আকাশে একলা পাখি
উড়তে উড়তে হ্যাপি গেছে
হ্যাঁ আমি বড্ডো একা
আমার চাই একটা বন্ধু
আমার চাই একটু ভালোবাসা
আমি কেঁদে ছিলাম অঝড়ে
এখন কাঁদি মনের এক কোণে
দুঃখে আমি হাঁসতে শিখেছি
সবাইকে আমি হাঁসাতে শিখেছি
হ্যাঁ আমি বড্ডো একা
আমি পা দিয়েছি
এক অজানা অচেনা স্বপ্নে
স্বপ্নে আমি একাকিত্বের জাল চিড়েছি
আবার উরেছি ওই দূর আকাশে
ছিঁড়ে গেলো স্বপ্নের জাল
আমি পড়লাম মাটিতে লুটিয়ে
হ্যাঁ আমি বড্ডো একা
Rajkumar Dutta
Thank you
No comments:
Post a Comment