Tuesday, 16 January 2018

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকেরা বাড়ির কাজ করতে ব্যাস্ত। আজ ঠান্ডাটা একটু বেশিই পড়েছে, আমি চা খাই না তাই মাকে বললাম গরম জল করতে একটু গরম জল না খেলে আজ ঠিক চলছিল না খুব ঠান্ডা। গরম জামাকাপড় পরে barrage যাওয়ার জন্য রওনা দিলাম আজ সাথে কোনো বন্ধু ছিল  না একই ছিলাম। Barrage  পৌঁছাতে পৌঁছাতে 20 মিনিট হয়ে গেলো। একটা চেয়ারে বসলাম অনেক খন সময় দেখিন, গরম কচুরি বানাচ্ছিলো তাই খেলাম ভালোই লাগলো তার সজ্ঞে দুটো মিষ্টি টিফিনটা ভালোই হলো । অনেক কথা ভাবতে ভাবতে মনে পড়লো অনেক দেরি হয়েগেছে বাড়ি যাওয়া যাক, রওনা দিলাম। 


 Written by Rajkumar Dutta
Thank you

No comments:

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...