Sunday, 8 October 2017

মেঘ

Hii !!

                                                      click by Rajkumar Dutta


ও ও মেঘ আমাই নিয়ে যাবে ওই দূর দিক দিগন্ত পার হয়ে ওই মেঘের দেশে 
নিয়ে যাবে ওই মেঘের ভিতর 
খেলবো আমি তোমার  সাথে 
আমাকে নিয়ে যাবে?
মেঘ ও মেঘ আমাই নিয়ে চলো তোমার দেশে 
আমি থাকবো হ্যাঁ আমি থাকবো 
তোমার সাথে আমি থাকবো , 
তোমার সাথে এই দিক ওই দিক ভেসে  বেড়াবো
ও মেঘ আমাকে নিয়ে যাবে? 
ও মেঘ আমি তোমার সাথে বৃষ্টি হয়ে সবুজ পাতায় ঝড়তে চাই
বৃষ্টি হয়ে ঝড়বো ওই সবুজ ধান খেতে
বৃষ্টির কণা হয়ে মাটিতে মিশে যেতে চাই 
চলে যেতে চাই ওই আকাশে .........
 মেঘ আমাকে নিয়ে যাবে তোমার দেশে..... 

Thank you

 ধন্যবাদ

1 comment:

Anonymous said...

Superb brooo

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...