Wednesday, 13 September 2017

দুর্গাপূজা / Durga Puja



দুর্গাপূজা বাঙ্গালির  প্রিয় উৎসব।  সারা বছর বাঙ্গালিরা এই উৎসবের প্রতীক্ষায় থাকে। একজন বাঙ্গালি হিসাব আমিও তার ব্যাতিক্রম নই।  শরৎ কালের আগমন হলেই প্রকৃতিতে  উৎসবের আমেজ লাগে। মা দুর্গার আগমন সূচিত হয় আকাশে বাতাসে।  পুজো মানেই  একটা খুশির হাওয়া , মুক্ত বাতাস , বুক ভরা নিঃশ্বাস জীবনের গন্ডি থাকে মুক্ত হওয়া ছোটবেলার দিনগুলোকে ফিরে পাওয়ার এক আনন্দ।  পুজো মানেই ফেলা আসা দিনগুলোকে আবার মনে করা। শৈশবে ফেলা আসা অসংখ স্মৃতি, অলিগলি পথ। পুজো মানে শুধু মায়ের আগমন নই , তার সঙ্গে নিয়ে আসা  খুশির হাওয়া। তাই পুজো মানেই  মা   আসার প্রতীক্ষা, চেনা গন্ডীবন্ধ জীবনকে পিছনে ফেলা বাঁধনছাড়া জীবন যাপনের ব্যাকুলকামনা।

THANK YOU!!

নমস্কার!!





Click and edit by Rajkumar Dutta.

 

Durga Puja is the favorite festival of the Bengali people. Bangalis are waiting for the festival all year round. I am not even a Bengali accounter. The festival takes a lot of time when it comes to autumn. Mother Durga arrives in the air in the air. Pujo means a joy, a free air, cheerful breathing, life and bondage, the joy of getting back to the childhood days. Pujo means reminiscing those days. Incomprehensible memory of the childhood, the lane path
Pujo is not just a mother's arrival, she is happy to bring with her.
So, Pujo does not mean coming to life, leaving behind the life of life, leaving the life behind the junk of life.



THANK YOU!!

নমস্কার!!




2 comments:

Anonymous said...

মা দূর্গা তোমার এবং তোমার পরিবারের মঙ্গল করুন
এবারের পুজো হয়ে উঠুক তোমার জীবনের শ্রেষ্ঠ দূর্গাপুজো
দূর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা
দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা

Unknown said...

Khub valo

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...