Monday, 11 September 2017

বদলে যাওয়া কথা / Changing talk



আজকে যা নিয়ে কথা বলবো সেই জিনিসটা সবার একদম ভালোলাগতো না, বুজতে পারলে না , আরে পড়াশোনা। মনে পরে খাতার পাতা দিয়ে প্লেন  বানানো , নৌকা বানিয়ে জল ছাড়া।  এখন যদি কাউকে দেখি কেউ নৌকা বানাচ্ছে, প্লেন উড়াচ্ছে ,  নিজের ছোটবেলার কথা মনে  পরে  যাই।  আমি এখনো নৌকা বানাই আর ছোট দের দিয়েদি তখন খুব  ভালোলাগে, তোমরা কি এখনো আমার মতো করো ? আমরা যখন ছোট  ছিলাম  তখন স্কুল যাওয়ার সময় দুটাকা , পাঁচটাকা চাইতাম  আর এখন পঞ্চাশটাকা , একশোটাকা চাই কত বদলে গেছে দিন গুলো।  আগে নুতুন নুতুন পেনসিল চাইতাম আর এখন নুতুন নুতুন গাড়ি চাই।  আগে ভাবতাম আজ স্কুল যাবোনা  এখন বলি স্কুল এর দিন ওই  গুলো ভালো ছিল। 

আজকের মতো বিদায় নিলাম আবার আসবো আমার আর তোমাদের জীবনের কথা নিয়ে।



THANK YOU!!


নমস্কার!!
 



The thing that I will talk about today is not good at all, it can not be understood, it is a study. Make planes with leaves of remembrance, making boats and water. Now if someone sees someone making a boat, the plan flew away to remember their childhood. I still make the boat and the little one and a half are very happy, do you still like me? When we were reduced to school, I wanted to go to school, I wanted five times and now fifty percent, one hundred percent want to know how many days have changed. Before that the newcomer did not want the pencil and now I want to do the new cars. Before I thought when school is going to school, now I say that school days were good.
Like today, I will come back and talk about my life and your life 




THANK YOU!!


নমস্কার!!

2 comments:

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...