Sunday, 31 December 2017

আমি বড্ডো একা ৷ I am very Alone

আমি বড্ডো একা

আমার আসে পাশে কেউ নেই 
শুধু আছে কিছু পুরানো কথা
হ্যাঁ আমি বড্ডো একা 
নীল আকাশে একলা পাখি 
উড়তে উড়তে হ্যাপি গেছে
হ্যাঁ আমি বড্ডো একা 
আমার চাই একটা বন্ধু 
আমার চাই একটু ভালোবাসা
আমি কেঁদে ছিলাম অঝড়ে 
এখন কাঁদি মনের এক কোণে
দুঃখে আমি হাঁসতে শিখেছি  
সবাইকে আমি হাঁসাতে শিখেছি  
হ্যাঁ আমি বড্ডো একা 
আমি পা দিয়েছি 
এক অজানা অচেনা স্বপ্নে
স্বপ্নে আমি একাকিত্বের জাল চিড়েছি 
আবার উরেছি ওই দূর আকাশে
ছিঁড়ে গেলো স্বপ্নের জাল 
আমি পড়লাম মাটিতে লুটিয়ে 
হ্যাঁ আমি বড্ডো একা 


                    Rajkumar Dutta
                                                                   
                                                                               Thank you

Sunday, 29 October 2017

The Life

লাইফেটা যেন কবিতার আর গল্পের  মতো , কে এক অচেনা অজানা কবি আর লেখক এসে কবিতা আর গল্প  লিখেছে ......
কিছু কষ্ট দুঃখ , কিছু হাসি আনন্দ , কিছু রহস্য রোমাঞ্চ , কিছু পাওয়ার
 ইচ্ছে আকাঙ্খা.....
বন্ধুর বন্ধুত্ব , প্রেমের মিলন আর বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে যাওয়ার কথা , বন্ধুকে হাত ধরে রাস্তা পারকরানো ....
আর ওই খাপছাড়া প্রেম ...
মিলে যাওয়া গল্পের লাইন আর ছিঁড়ে ফেলা পুরোনো চিঠি .....
বন্ধুর কথাই রাগ করে whatsapp delete করা আবার বন্ধুর সাথে সব রাগ ভুলে জুটিয়ে কথা বলা...
বন্ধুর হাতের বানানো আলুকাটা ভাবলে যেন গল্পই লাগে.....😢
                    Written by,   Raj

Thank you

Sunday, 8 October 2017

মেঘ

Hii !!

                                                      click by Rajkumar Dutta


ও ও মেঘ আমাই নিয়ে যাবে ওই দূর দিক দিগন্ত পার হয়ে ওই মেঘের দেশে 
নিয়ে যাবে ওই মেঘের ভিতর 
খেলবো আমি তোমার  সাথে 
আমাকে নিয়ে যাবে?
মেঘ ও মেঘ আমাই নিয়ে চলো তোমার দেশে 
আমি থাকবো হ্যাঁ আমি থাকবো 
তোমার সাথে আমি থাকবো , 
তোমার সাথে এই দিক ওই দিক ভেসে  বেড়াবো
ও মেঘ আমাকে নিয়ে যাবে? 
ও মেঘ আমি তোমার সাথে বৃষ্টি হয়ে সবুজ পাতায় ঝড়তে চাই
বৃষ্টি হয়ে ঝড়বো ওই সবুজ ধান খেতে
বৃষ্টির কণা হয়ে মাটিতে মিশে যেতে চাই 
চলে যেতে চাই ওই আকাশে .........
 মেঘ আমাকে নিয়ে যাবে তোমার দেশে..... 

Thank you

 ধন্যবাদ

Thursday, 14 September 2017

বন্ধুত্ব / Friendship



            “বন্ধুত্ব”  শব্দটা পৃথিবীর একটি অন্যতম সুন্দর শব্দ।  এই শব্দটার সঙ্গে জরিয়ে থাকে দুটো মানুষের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতা।  একজন প্রকৃত বন্ধু জীবনে চলার পথকে  সুগম করে।  প্রকৃত বন্ধু সেই যে আমার  মুখদেখে বুঝে যায় মনের মধ্যে আলোড়িত হতে থাকা দুরন্ত খুশির ঢেউ, আবেগ তাড়িত অনুভুতি অথবা মনের মধ্যে তোলপাড় করতে থাকা অব্যক্ত তীব্র মানসিক সংঘাত ও যন্তনা।  প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় হাতটা শক্ত করে ধরে রাখে যাতে আমি তলিয়ে না যাই।

              এমন বন্ধু কেউ পেয়েছো কখনো ? জীবনের প্রকৃত বন্ধু পাওয়া আর সাগরে  ডুব দিয়ে অমূল্য রত্ন পাওয়া সমার্থক। চিনতে ভুল কোরো না , দৈনন্দিন জীবনের সঙ্গে জরিয়ে থাকা বন্ধুত্বের মুখোশ পরা চেনা মুখগুলো প্রকৃত বন্ধু হয় না সবসময়, তারা সুযোগসন্ধানীর মত বন্ধুত্বের ভান করে শুধু , প্রয়োজন ফুরিয়ে গেলে দেখা মেলে না তাদের। 

             তাই জীবনে মুখোশ পরা বন্ধু নয় প্রকৃত বন্ধুত্বের খোঁজ করো।

             আমিও তোমাদের বন্ধু হতে চাই তোমরা আমাকে বন্ধু বানাবে? আমি তোমার বন্ধু হয়ে থাকবো।



THANK YOU!!

নমস্কার!!
 



          Friend is one of the most beautiful words in the world. This word is paired with the mutual love, faith and reliance of two people. A real friend facilitates the journey of life. The real friend who understands on my face is the intense emotional strife to be stirred in the mind, the emotionally charged feeling of emotion or the intense emotional struggles in the mind. The real friend holds that hand tight in the time of danger so that I do not wither.
         Have you ever found any friends? Finding the true friends of life and getting rich jewels with the ocean's dive is synonymous. Do not be mistaken, do not recognize the faces of friends who are wearing a mask of friendship with daily life, they are not always true friends, they just pretend to be friends like opportunists, but they do not meet their needs.

         So do not look for friends who are masked in life, find true friendship.

         I want to be your friend, you make me a friend? I will be your friend.



THANK YOU!!

নমস্কার!!
 

 

Wednesday, 13 September 2017

দুর্গাপূজা / Durga Puja



দুর্গাপূজা বাঙ্গালির  প্রিয় উৎসব।  সারা বছর বাঙ্গালিরা এই উৎসবের প্রতীক্ষায় থাকে। একজন বাঙ্গালি হিসাব আমিও তার ব্যাতিক্রম নই।  শরৎ কালের আগমন হলেই প্রকৃতিতে  উৎসবের আমেজ লাগে। মা দুর্গার আগমন সূচিত হয় আকাশে বাতাসে।  পুজো মানেই  একটা খুশির হাওয়া , মুক্ত বাতাস , বুক ভরা নিঃশ্বাস জীবনের গন্ডি থাকে মুক্ত হওয়া ছোটবেলার দিনগুলোকে ফিরে পাওয়ার এক আনন্দ।  পুজো মানেই ফেলা আসা দিনগুলোকে আবার মনে করা। শৈশবে ফেলা আসা অসংখ স্মৃতি, অলিগলি পথ। পুজো মানে শুধু মায়ের আগমন নই , তার সঙ্গে নিয়ে আসা  খুশির হাওয়া। তাই পুজো মানেই  মা   আসার প্রতীক্ষা, চেনা গন্ডীবন্ধ জীবনকে পিছনে ফেলা বাঁধনছাড়া জীবন যাপনের ব্যাকুলকামনা।

THANK YOU!!

নমস্কার!!





Click and edit by Rajkumar Dutta.

 

Durga Puja is the favorite festival of the Bengali people. Bangalis are waiting for the festival all year round. I am not even a Bengali accounter. The festival takes a lot of time when it comes to autumn. Mother Durga arrives in the air in the air. Pujo means a joy, a free air, cheerful breathing, life and bondage, the joy of getting back to the childhood days. Pujo means reminiscing those days. Incomprehensible memory of the childhood, the lane path
Pujo is not just a mother's arrival, she is happy to bring with her.
So, Pujo does not mean coming to life, leaving behind the life of life, leaving the life behind the junk of life.



THANK YOU!!

নমস্কার!!




কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...