Sunday, 31 December 2017

আমি বড্ডো একা ৷ I am very Alone

আমি বড্ডো একা

আমার আসে পাশে কেউ নেই 
শুধু আছে কিছু পুরানো কথা
হ্যাঁ আমি বড্ডো একা 
নীল আকাশে একলা পাখি 
উড়তে উড়তে হ্যাপি গেছে
হ্যাঁ আমি বড্ডো একা 
আমার চাই একটা বন্ধু 
আমার চাই একটু ভালোবাসা
আমি কেঁদে ছিলাম অঝড়ে 
এখন কাঁদি মনের এক কোণে
দুঃখে আমি হাঁসতে শিখেছি  
সবাইকে আমি হাঁসাতে শিখেছি  
হ্যাঁ আমি বড্ডো একা 
আমি পা দিয়েছি 
এক অজানা অচেনা স্বপ্নে
স্বপ্নে আমি একাকিত্বের জাল চিড়েছি 
আবার উরেছি ওই দূর আকাশে
ছিঁড়ে গেলো স্বপ্নের জাল 
আমি পড়লাম মাটিতে লুটিয়ে 
হ্যাঁ আমি বড্ডো একা 


                    Rajkumar Dutta
                                                                   
                                                                               Thank you

কিছু কথা

রবিবারের শেষ আর সোমবারের শুরু ঘুম থেকে উঠতে একটু দেরি হলো । শীতের সকল তাই সূর্য এখনো চোখ খোলেনি। এখন সময়  হলো ঠিক ছয়টা, আশেপাশে বাড়ির লোকে...